এই উপনির্বাচনে তরুণ বিজেপি নেতা রূপক মিত্রকে ভোট দিন এবং দেখুন তিনি কীভাবে এই এলাকার উন্নয়নে কাজ করেন : দিলীপ ঘোষ।

নৈহাটি, নিজস্ব সংবাদদাতা: ঘনিয়ে আসছে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আর এই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রচারণা চলছে। বিজেপিকে উপহাস করে মানুষের মন জয় করার প্রচেষ্টায় এগিয়ে থাকতে চায় তৃণমূল। বিজেপি প্রার্থী রূপক মিত্রের সমর্থনে গতকাল নৈহাটি বিধানসভা কেন্দ্রে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য নেতা দিলীপ ঘোষ। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি নেতা তাপস রায় এবং চাকদহ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ। জনসভায় দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করে সাধারণ মানুষকে ভোট দিয়ে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান।

দিলীপ ঘোষ বিশেষ করে নৈহাটি এলাকার কিছু ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, “তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারণা চালাতে থাকা লোকদের আমি মনে করিয়ে দিতে চাই যে আরজিকর আন্দোলনের সময় তৃণমূল সরকার আপনাকে সাহায্য করেনি।” তিনি ফুটবলপ্রেমী মানুষকে তৃণমূল পরিহার করে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। দিলীপ ঘোষ আরও বলেন, “আমরা রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য দেড় বছর অপেক্ষা করছি। তবে এই উপনির্বাচনে তরুণ বিজেপি নেতা রূপক মিত্রকে ভোট দিন এবং দেখুন তিনি কীভাবে এই এলাকার উন্নয়নে কাজ করেন।” আগামী কয়েকদিনের মধ্যেই ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই উপনির্বাচনের লড়াইয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে জনগণ কাকে সমর্থন করে, সেটাই দেখার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *