ছট পুজো সম্পন্ন হল মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায়।

0
111

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  ছট পুজোর ইতিহাস বেশ পুরনো এবং এই পুজোর উৎপত্তি প্রায় হাজার বছরের বেশি পুরনো বলে ধরা হয়। প্রাচীন কালে আর্যরা সূর্যকে শক্তির উৎস মনে করে পূজো করত। মণিকর্ণিকা ও কাশীর মতো তীর্থস্থানে এই পুজোর প্রচলন থাকলেও, বর্তমানে দেশজুড়ে পালিত হয় এই উৎসব। প্রথম দিন স্নান, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য এবং চতুর্থ দিন ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে শেষ হয় চার দিনব্যাপী উৎসব।
তাৎপর্য ভারতে সূর্য্যোপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পূজা। পারিবারিক সুখ-সমৃদ্ধি তথা মনোবাঞ্ছিত ফল লাভের জন্য এটি পালন করা হয়। সম্পূর্ণ ৩৬ ঘন্টা নির্জলা উপবাস পালন করা হয়, যা পুরুষদের পাশাপাশি মহিলারাও করেন। আজ ৮ই নভেম্বর শুক্রবার ছট পুজো উৎসবের চতুর্থ দিন সারা দেশজুড়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হচ্ছে এই উৎসব। উৎসব উপলক্ষে বন্ধুবান্ধব এবং পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দি ভাষার মানুষজন। আজ সাত সকালেই সূর্য দেবতাকে ধন্যবাদ জানানোর জন্য নিষ্ঠাভরে পালন করা হয়। গতকাল বিকেল থেকেই সাজিয়ে তোলা হয়েছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসনের ভিতর পার্ক সংলগ্ন পুকুর এলাকা। আজ ভোর থেকেই এখানে ভিড় করেন আবাসনের মানুষজন । রীতিনীতি মেনেই ছট পুজো সম্পন্ন হয় । তারপর প্রসাদ বিতরণ করা হয় এলাকার মানুষজনকে। হিন্দি ভাষা মানুষের পাশাপাশি বাংলা ভাষা মানুষজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে সমগ্র এলাকা ছট পুজোর আনন্দের মেতে ওঠেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here