পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে গড়বেতা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো “পর্যটনে গড়বেতা” পুস্তক।

0
891

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পর্যটকদের আকর্ষিত করতে শনিবারে বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরের একটি বেসরকারি আবাসনে গড়বেতা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো “পর্যটনে গড়বেতা” পুস্তক,এই পুস্তকের লেখিকা হলেন গড়বেতা শহরের বাসিন্দা দোলনচাঁপা তেওয়ারি দে, যেখানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড়বেতার গনগনি সহ গড়বেতা শহরের পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দির সহ একাধিক পর্যটন কেন্দ্রের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে পর্যটকদের আকর্ষিত করতে,পাশাপাশি শালগাছে মোরা শহরের পার্শ্ববর্তী এলাকার গল্প তুলে ধরা হয়েছে,তুলে ধরা হয়েছে হাতি পারাপারের বিভিন্ন স্থান, লেখিকা দোলনচাঁপা তেওয়ারি দে জানিয়েছেন আগত পর্যটকদের গাইড করতে এই বই খুব সাহায্য করবে,পাশাপাশি আরো শহরের চারপাশে ঘোড়ার উৎসাহ বাড়বে। এই দিন উপস্থিত ছিলেন গড়বেতা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুব্রত মহাপাত্র,আইনজীবী শ্যামল মহাপাত্র, সমাজসেবী উৎপল নাগ,জয় রায়, বিমল রায়, সুভাষ চট্টোপাধ্যায়, মঙ্গল প্রসাদ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here