ভারতীয় বিমান বাহিনীর জনক – এয়ার মার্শাল সুব্রত মুখার্জী – একটি বিশেষ পর্যালোচনা।।।

0
29

এয়ার মার্শাল সুব্রত মুখার্জী ওবিই, ছিলেন বিমান বাহিনীর প্রথম ভারতীয় প্রধান ছিলেন;  তার পূর্বসূরিরা সবাই ব্রিটিশ।  তিনি একটি বিশিষ্ট বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন।  তিনি ভারত ও ইংল্যান্ডে পড়াশোনা করেছেন।  তিনি প্রথমে রয়াল এয়ার ফোর্সে যোগদান করেন এবং পরে ভারতীয় বিমান বাহিনীর প্রাথমিক সদস্য ছিলেন।  তিনি তার বৈচিত্র্যময় কর্মজীবনে অনেক পুরস্কার পেয়েছেন।  তিনি 1960 সালে একটি দুর্ঘটনায় মারা যান। তাকে “ভারতীয় বিমান বাহিনীর জ”নক বলা হয়। তার স্মৃতিতে বিমানবাহিনীর সদর দপ্তরে দিল্লিতে একটি পার্ক নামাংকিত আছে।

সুব্রত মুখার্জী ১৯১১ সালের ৫ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর দাদা নিবারণ চন্দ্র মুখার্জি ছিলেন সেই সময়ের একজন প্রখ্যাত সামাজিক ও শিক্ষাকর্মী ও ব্রাহ্মসমাজের সদস্য।  বাবা সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত আইসিএস এবং মা চারুলতা মুখার্জি ছিলেন প্রথম মহিলা ‘ঈশান স্কলার’ এবং অক্লান্ত সমাজকর্মী।  তার মাতামহ ডঃ  প্রসন্নকুমার রায় ছিলেন একজন ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজের প্রথম ভারতীয় অধ্যক্ষ।  তাঁর মাতামহী সরলা রায় ছিলেন গোখলে মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা।  চার সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সুব্রত তিন মাস বয়সে ইংল্যান্ডে চলে যান।  বড় বোন রেণুকা রায়, সাংসদ, কেন্দ্রীয় কেবিনেট মন্ত্রী এবং সমাজকর্মী।  শৈশব কেটেছে কৃষ্ণনগর ও চুঁচুড়া এলাকায়।

সুব্রত মুখার্জী ১৯৩৯ সালে শারদা পণ্ডিত নাম্নী এক মহারাষ্ট্রীয় মহিলাকে বিবাহ করেন। তাদের একপুত্র সঞ্জীব। পত্নী শারদা মুখার্জি অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের রাজ্যপাল হয়েছিলেন।

সুব্রত মুখার্জী ১৯৬০ সালের ৮ নভেম্বর ভারতীয় নৌবাহিনীর একজন বন্ধুর সাথে টোকিওর একটি রেস্তোরাঁয় আহার করার সময় খাবারের একটি টুকরা তার গলায় আটকে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।

।।  তথ্য : সংগৃহীত উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here