পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার হাওড়া জেলার নলপুর স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে বহু দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল স্টেশনে, যার ফলে চরম সমস্যার মধ্যে পড়েছে বহু যাত্রীরা, গন্তব্যস্থলে না পৌঁছতে পেরে চিন্তায় ডানা বেঁধেছে তাদের, এই মত অবস্থায় রেল কর্তৃপক্ষের সঠিক ট্রেন ছাড়ার খবর না দিতে পারার কারণে কার্যত চিন্তায় পড়েছে বহু দূরবর্তী যাওয়া যাত্রীরা, তবে কতক্ষণে স্বাভাবিক হবে ট্রেন চলাচল তা এখনও বলা অসম্ভব।