দুই দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আটটি পুরুষ দল এবং দুইটি মহিলা দল এই খেলায় অংশগ্রহণ করেন। মূলত জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, রোজিজ আলম, মোতাহার হোসেন, পূর্ণিমা দাস, ফিরোজা রহমান, জিয়াসউদ্দিন হক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই খেলায় উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন কালিয়াচকের এসডিপিও ফয়জল রজা ও গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি আনসারুল হক। গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবির সূত্রে খবর, এই খেলাটি এলাকার সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য‌ই আয়োজন করা হয়ে থাকে। গত ৩৫ বছর ধরে এই খেলা অনুষ্ঠিত হয়। এবছর‌ও তার ব্যতিক্রম হয়নি। উদয়ন সেবা শিবিরের তাবারক হোসেন জানিয়েছেন, আজ ফাইনাল খেলা কোলকাতা ও বীরভূমের মধ্যে হয়। তাতে বীরভূম ১-০ গোলে জয়ী হয়েছে। তাদের হাতে ইতিমধ্যেই প্রাইজ মানি ও ট্রফি তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *