এক দিনমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।

0
730

নিজস্ব সংবাদদাতা, মালদা :–আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুরের। মঙ্গলবার সাত সকালে ঘটনা মালদা জেলার ভুতনি থানার দক্ষিন চন্ডীপুর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করটোলা বাঁধ এলাকায়।
স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিজয় মন্ডল বয়স আনুমানিক ৪৫, পেশায় তিনি দিনমজুর। মৃত্যের পরিবারের সদস্যদের অভিযোগ গ্রামেরই এক বাসিন্দা গতকাল সন্ধ্যায় মৃত্য বিজয় মন্ডলের বাড়ি আসে এবং কিছুক্ষণ গল্প করার চলে যায় তার সাথে বিজয় মন্ডল যাশ।বাড়ি থেকে যাওয়ার পরে সোমবার সন্ধ্যা থেকেই আর বাড়ি ফিরেনি বিজয় মণ্ডল। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজিও করে। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে জমির মধ্যে একটি আমগাছে ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের লোকজন। তড়িঘড়ি বিজয় মণ্ডলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে সেটি বিজয় মন্ডলের দেহ দেখতে পাই। সাথে সাথে খবর দেওয়া হয় ভুতনি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহর মধ্যে ধুলাবালি মাটি লেগে আছে পরিবার লোকের সন্দেহ খুন করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাই।
অন্যদিকে ভুতনি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।পরিবারের লোক থানায় লিখিত অভিযোগ জানাবে বলে জানিয়েছেন ঘটনার পর শোকের ছায়া গ্রাম ও পরিবারবর্গের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here