অরিজিৎ ঘোষ – বাদ্যযন্ত্রের নয়, মুখে বাদ্যযন্ত্রের বোল তুলে যে কোন ক্লাসিক গানকে ক্ষনিকের মধ্যে প্রাণবন্ত করে শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলে দিতে পারে।

0
57

আবদুল হাই, বাঁকুড়াঃ যেকোনো ধরনের গানের সঙ্গে বাদ্যযন্ত্র যদি না থাকে তবে সেই গান যেমন শ্রুতিমধুর হয় না তেমনি শ্রোতাদের হৃদয়ে সহজে স্পর্শ করে যায় না। গানের সঙ্গে বাদ্যযন্ত্রের এক আত্মিক যোগ।
বাদ্যযন্ত্র সংগত ছাড়া যেমন গান প্রাণবন্ত হয় না তেমনি বাদ্যযন্ত্রও গানের সংগত ছাড়া প্রাণবন্ত নয়।
যখন গান এবং বাদযন্ত্র একই সুরে- তালে- লয়ে বেজে ওঠে তখনি যে কোন গান হয়ে ওঠে প্রাণবন্ত।
বিশেষ করে ক্লাসিক গানে বাদ্যযন্ত্রের সঠিক সংগত যে কোন শ্রোতাদের মনে ঝড় বইয়ে দিতে পারে আর সেরকমই এক ঝড় নিয়ে শ্রোতাদের সামনে ইন্দাসের গোবিন্দপুরের অরিজিৎ ঘোষ।
অরিজিৎ ঘোষের বৈশিষ্ট্য হলো তিনি বাদ্যযন্ত্রের নয়, মুখে বাদ্যযন্ত্রের বোল তুলে যে কোন ক্লাসিক গানকে ক্ষনিকের মধ্যে প্রাণবন্ত করে শ্রোতাদের হৃদয়ে ঝড় তুলে দিতে পারে আর সেরকমই এক গান পরিবেশনে অরিজিত বাবুর তবলার সংগত শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলেই ধারণা প্রত্যক্ষদর্শী শ্রোতাদের।
সাউন্ডে বাজছে পিওর ক্লাসিক গান আর মুখে তবলা বাজাচ্ছেন অরিজিত ঘোষ।
নিজের অজান্তেই কখন যে আপনাদের কে বিস্ময়ের ঘোরে আবিষ্ট করে দেবে আপনারা তা বুঝতেই পারবেন না।

চলুন তাহলে সেই বিস্ময়কর তবলা বাদক অরিজিৎ ঘোষের মন কেমন করা তবলার বোল শোনাই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here