নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- বালি পাচারের জেরে ‘ কদর বাড়ছে নৌকার কারিগর পাশাপাশি মাঝিদের। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালি নিয়ে রাজ্যের সমস্যা দেখা দিয়েছে বারংবার খবরের শিরোনামে আসছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বালি পাচার দিন দিন বাড়তে থাকায় বাড়ছে নৌকার কদর। নতুন করে তৈরি করা হচ্ছে নৌকা পাশাপাশি মেরামত করা হচ্ছে নৌকাকে ঠিক এমনি ছবি ধরা পড়ছে ক্যামেরায়। প্রসঙ্গত বর্ষার পাকমুহুর্তে নৌকার চাহিদা ব্যাপক পরিমাণে থাকে। কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে ভিন্ন রকমের ছবি, বর্ষা পার হয়ে যাওয়ার পরও কদর কমছে না নৌকার। বরং চচ্চড়িয়ে বাড়ছে নৌকার চাহিদা। বালুরঘাটে আত্রেয়ী নদীর তীরবর্তী গ্রামগুলিতে বর্ষার পরেও কদর কমে না নৌকার। আত্রেয়ী নদীর বুকে নৌকো নামিয়ে চলছে দেদারে বালি পাচার। এর জেরে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণে চাহিদা বাড়ছে নৌকার কারিগর পাশাপাশি মাঝিদের। সূত্র মারফত জানা যায় নৌকা মেরামত করার জন্য কারিগরদেরও হাতে রাখছে পাচারকারীরা। জানাজায় নৌকার বাড়তি অর্ডার থাকায় নৌকা কারিগরদের রোজগার ও বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। বালুরঘাট আত্রেয়ী নদীর তীরবর্তী এলাকা থেকে বালি তোলা নিষিদ্ধ কিন্তু নদীবোক্ষে নৌকা নামিয়ে দিনের পর দিন চলছে বালি পাচার। শুধু নৌকা না চলছে ট্রাক্টর করেও বালি পাচার। তবে এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়ে রীতিমতো আর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে নৌকা মেরামতির কাজ করছে নৌকা কারিগররা। নৌকা গুলো করে চলে বালি পাচার ঠিক এমনি জানাযায়।