কাজ করতে গিয়ে বাধা ও মারধোরের অভিযোগ উঠলো খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে,শোরগোল সিদ্ধা- ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।

0
158

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারী টেন্ডার পেয়ে আই সি ডি এসের কাজ করতে গিয়ে বাধা ও মারধোরের অভিযোগ উঠলো খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা- ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে। কোলাঘাট ব্লকের সরকারি ঠিকাদার অমিত রায় তার অভিযোগ, সিদ্ধা -২ গ্রাম পঞ্চায়েতের বলিশ্বর গ্রামে আই সি ডি এস সন্টারের জন্য ১২ লক্ষ টাকার টেন্ডার পান। সেই মতো গত ১৩ ই নভেম্বর জেসিপি নিয়ে কাজ শুরু করেন ঐ এলাকায়। এরপর সন্ধ্যা নাগাদ ঘটনা স্থলে আসেন পঞ্চায়েত প্রধান হামিদুল খাঁন। এরপর বাকবিতন্ডায় জড়ান প্রধান ও ঠিকাদার। অভিযোগ দুপক্ষের মধ্যে বচসার জেরে ঠেলাঠেলি ও হাতাহাতিও হয় বলে অভিযোগ করেন ঠিকাদার অমিত রায়। অমিত বাবু আরো বলেন, এই ঘটনা ঘটার পরের দিন কোলাঘাটের বিডিও কে প্রধানের বিরুদ্ধে টাকার জন্য এসে মারধোর করে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি কঠিন শাস্তির দাবী করা হয়। অন্য দিকে সিদ্ধা -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হমিদুল খাঁন জানান, তিনি ঐ দিন ঘটনা স্থলে যান। তিনি জানতে চান ঠিকাদারকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে না বলেই কাজকর্ম চলছে। এরপরই ঐ ঠিকাদার প্রধানের ওপর চড়াও হয়। হামিদুল বাবু সাফ জানান, তিনি ঠিকাদারকে মারধোর করেন নি। সব মিলিয়ে ঠিকাদার ও প্রধানের মধ্য অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছে।বর্তমানে ঐ ঠিকাদার আই সি ডি এসের কাজ বন্ধ রেখেছেন বলে জানান। তিনি নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে অভিযোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here