ন্যায্য মূল্যে সার ও স্বল্পমূল্যে কৃষি উপকরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন বালুরঘাটে।

0
50

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- কৃষকদের উৎপাদিত ফসল এর সহায়ক মূল্যের দাবিতে এবং ন্যায্য মূল্যে সার ও স্বল্পমূল্যে কৃষি উপকরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন বালুরঘাটে। এদিন অল ইন্ডিয়া কিষাণ ও খেতমজুর সংগঠনের পক্ষ থেকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে জেলার অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, এদিন সারা দেশে অল ইন্ডিয়া কিষাণ ও খেতমজুর সংগঠনের পক্ষ সারের কালোবাজারি বন্ধে কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কৃষকদের ন্যায্য দাবি দাওয়ার দাবিতে এদিন বালুরঘাটে বিক্ষোভ মিছিল করা হয়। তাদের দাবি, সারের কালোবাজারি বন্ধ এবং দাম কমাতে হবে। পাশাপাশি, সমস্ত কৃষকদের উৎপাদিত ফসল সরকার নির্ধারিত মূল্যে কিনতে হবে। খরা বা বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here