পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে শ্রমিক বিক্ষোভ,পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই খাদানে দীর্ঘ ১ বৎসরের বেশি সময় ধরে বন্ধ।তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বেই চলে ছাই খাদানের কাজ।তবে আজ সকাল থেকে ছাই খাদানের গেটের সামনে আই এন টি টি ইউ সির সমর্থিত শ্রমিকরা হাতে পতাকা ব্যানার পোস্টার নিয়ে কাজের দাবীতে বিক্ষোভ দেখয়।মূলত দীর্ঘ প্রায় ১ বৎসর পর হলদিয়ায় AME সংস্থা ছাই খাদানের কাজের বরাত পায়।তবে বিক্ষোভকারীদের দাবী, বরাত পাওয়া এই সংস্থাটি এলাকার দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের কাজে যোগ দেওয়াতে হবে।তবে তৃণমূলের গোষ্ঠীদ্বদ্বের তত্ত্ব উঠে আসছে এই ঘটনার পেছনে।এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী,কোলাঘাটের বিডিও অর্ঘ্য ঘোষ জেলপরিষদের আধিকারিক কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিকেরা। শ্রমিক দের সঙ্গে আলোচ ggনার পরে অবশ্য ছাই খাদান পরিদর্শন ও মাপঝোপের কাজ কাজ শুরু হয়।