বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বেশ কয়েক বছর ধরে জেলার ৪ টি ব্লকের স্কুল পড়ুয়াদের ড্রেস তৈরির কাজ করতো ছাতনার দু নং গ্রাম পঞ্চায়েতের নারী শক্তি সংঘের মহিলারা। ছাতনা, মেজিয়া, গঙ্গাজলঘাটি ও শালতোড়া এই চারটি ব্লকের বিদ্যালয় গুলির পড়ুয়াদের স্কুল ড্রেস তৈরির কাজে যুক্ত ছিল এই স্বনির্ভর গোষ্ঠী।
গোষ্ঠীর মহিলাদের দাবি তারা বিশেষ সূত্রে জানতে পারে চারটি ব্লকের পরিবর্তে এবার দুটি ব্লক বাদ দেওয়া হয়েছে। এর ফলে স্বাভাবিক ভাবে কাজের দিন সংখ্যা ও এই কাজ থেকে তাদের প্রাপ্ত অর্থের পরিমাণও কমবে বলে তাদের মত। এই প্রতিবাদে শুক্রবার ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর অফিসের সামনে বিক্ষোভ দেখান এই কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি পুনরায় চারটি ব্লকের স্কুল ড্রেস তৈরির দায়িত্ব পুনরায় তাদের দেওয়া হোক। কাজের দিন সংখ্যা কোন ভাবেই কমানো যাবে না। তাদের দাবি না মানা হলে গোষ্ঠীর মহিলারা বৃহত্তর আন্দোলনে যাবে।
তবে এ বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, তিনি টেলিফোনে জানান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছিলেন, আমরা বিষয়টি জেলা স্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।
অন্যদিকে এই বিষয়ে জেলা বিজেপি সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি বলেন স্বনির্ভর গোষ্ঠীকে কাজের মাধ্যমে উৎসাহ দেওয়ার যে প্রক্রিয়া তা তৃণমূল সরকার শেষ করে দিতে চাইছে। তৃণমূলের নেতা নেত্রীরা সরকারি টাকা ব্যবসা করতে চাইছে। স্বনির্ভর করছে মেয়েরা কাজের মাধ্যমে উঠে আসুক এটা তারা চায় না।