জীবন :: রাণু সরকার।।

0
15

জীবনটা তো বিশাল তবে সবার জন্য নয়-
আগে পরে যে আছে,
ঠিক সময়ে গেলে ভালো কাউ কে কষ্ট পেতে হয় না,

চলতে চলতে এক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় মনে হয় ভাঙা কাঁচের উপর দিয়ে চলছি পা কিন্তু রক্তাক্ত হচ্ছেনা-হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে যায় কাঁচের টুকরোর মত তবুও চলছি শেষের দিকে কখনো বুঝি আবার কখনো ভুলিয়ে দেন তিনি, তা না যেগুলো পাওনা আছে সেগুলো তো পাবো না তাই আর কি।

প্রস্তুত কি থাকবো থাকা যায় কি?
সময় ঠিক ওর মতই চলে এগিয়ে নিয়ে যায় মন্থর গতিতে নিজের মধ্যে বিলীন করার জন্য।
সবাই জানি ভুলিয়ে রাখেন তিনি বাকি টুকু চলার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here