কৈশোরের শখ গুলো ছিলো জীবন্ত-
তখন টাকার ভীষণ দম্ভ ছিলো-
জানেন আমাকে না আড়াল থেকে দেখতো
কাছে আসতেই চাইতো না-
আমি না ভীষণ কষ্ট পেতাম শখ মেটাতে
পারতাম না বলে।
এখন আমার দিনেরশেষে মন্থর গতিতে
সে এলো-
কিন্তু এলে কিহবে একটা বয়স পর্যন্তই শখ
থাকে,
এখন আর তারা নেই-
ওদের মধ্যে কিছু আত্মহত্যা করেছে,
আর কিছু কষ্ট আছে খাঁচায় বন্দি,এখন তাদের
আমার প্রয়োজন নেই এরা শুধুই স্মৃতি।
তাদের এখন আনলে মানুষ বলবে এই বয়সে
শখ জেগেছে বুড়ির।
মন্থর গতিতে এসেছে ওদের এখন দম্ভ নেই আমাকে করুণা করেছে-
থাক একেতো অশ্রদ্ধা করা যায় না টাকা বলে কথা-
এখন শখ বলতে ঔষধ ভীষণ প্রয়োজন
এটা যতদিন যাবে ততদিন এ আমার প্রিয় সঙ্গী হয়ে থাকবে।