অর্পণ বসাক পরিচালিত তার নতুন মিউজিক ভিডিও ‘পাহাড়ি মেঘ’ আসতে চলেছে “Zee Music Bangla” থেকে।

0
75

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:-  গল্পে অভিনয় দেখা যাবে দেব মুখার্জি ও শ্রেয়া সুব্বা কে।

গায়ক অর্ঘ্য ব্যানার্জি গান গেয়েছে ও সুর দিয়েছে ‘পাহাড়ি মেঘ’ মিউজিক ভিডিওতে।
দার্জিলিংয়ের পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে পরিচালক এই কাজটির মধ্যে।
মিউজিক ভিডিওতে দর্শক এর আগে বহুবার নানান প্রেমের গল্প দেখেছে কিন্তু পাহাড়ি মেঘে এক এক নতুনত্ব ছোঁয়া রয়েছে।
ভৌতিক প্রেক্ষাপটের উপরে নির্মাণ করেছে অর্পণ এই কাজটা।
৬ডিসেম্বর ২০২৪ “Zee Music” এর প্লাটফর্ম থেকে মুক্তি পাবে এই মিউজিক ভিডিও।
অর্পণ বসাক এর আগে দর্শকের মন জয় করেছে মালিনী, আইডিয়াল প্রেম, স্বপ্নের পিছু পিছু, ধোঁয়াশা, আদরে ছুঁয়ে ও আরো অন্যান্য কাজের মাধ্যমে, পরিচালক আশাবাদী তার এই কাজ আবারও দর্শকের মন জয় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here