পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার পরিস্থিতি। তারকা সাংসদ দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। এমনকি রক্তও ঝরল। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিং চলাকালীন তুলকালাম শুরু হয়। দেবের অনুগামীদের সঙ্গে শঙ্কর দলুইয়ের অনুগামীদের হাতাহাতি শুরু হয়। কয়েক দিন আগেই শিশুমেলার আয়োজন নিয়ে বৈঠক করেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুই। সেই নিয়েই দেবের অনুগামীদের সঙ্গে সংঘাত দেখা দেয় দেবের অনুগামীদের।
জানা গিয়েছে, শিশুমেলাকে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত। এই শিশুমেলা বরাবরই ঘাটালে বড় করে অনুষ্ঠিত হয়। ওই শিশুমেলার রাশ কার হাতে থাকবে, সেই নিয়েই গন্ডগোল। এতদিন শিশুমেলা অরাজনৈতিক একটি মেলা থাকলেও, দেব এবং শঙ্করের সংঘাতে ওই মেলার গায়েও রাজনীতির রং লেগেছে বলে জানা যাচ্ছে।
Leave a Reply