অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করল সদাইপুর থানার পুলিশ।

সদাইপুর, সেখ ওলি মহম্মদ:-  গতকাল গভীর রাত্রে অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করল সদাইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিউড়ির দিক থেকে ওভারলোড করে বালি বোঝাই ট্রাক্টর আসছিল মুড়োমাঠের দিকে। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ মুড়োমাঠ সংলগ্ন পাইপ লাইনের কাছে পৌঁছে ট্র্যাক্টরটিকে আটক করে। গ্রেপ্তার করা হয় ট্রাক্টরের চালক সেখ সালমানকে। তাঁর বাড়ি সদাইপুর থানার জামথলিয়া গ্রামে। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয়। তাছাড়াও দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের চিনপাই বাইপাশে। ট্র্যাক্টর গুলো দুবরাজপুরের দিক থেকে আসছিল। পুলিশকে দেখেই চম্পট দেয় চালকরা। তবে ট্র্যাক্টরগুলোর মালিক ও চালকের বিরূদ্ধে মামলা রুজু করেছে সদাইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *