মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- জালুয়াবাধালের এক শ্রমিককে হত্যা করা হলো রাজস্থানে। কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের উত্তর কদমতলার কারিম সেখ বয়স ৩০ বছর গত তিন মাস আগে কালিয়াচক থানার বামনগ্রাম মশিমপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকার শাউকত আলীর ছেলে তাইসেরুল শেখ এর সঙ্গে শ্রমিকের কাজে যায় রাজস্থানে। গতকাল রবিবার দুপুর নাগাদ তার মৃত্যু হয় রাজস্থানের একটি হাসপাতালে। তাকে মারার পর এক জায়গায় ফেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ আত্মীয়দের। তার বাবার মৃত্যু হয়েছে অনেক আগে সে বাড়ির বড় ছেলে। পরিবারে রয়েছে তার বিধবা মা, চার ভাই এক বোন ও তার সদ্য বিধবা স্ত্রী। অত্যান্ত গরিব পরিবার হওয়ায় গোটা পরিবারের বোঝা ছিল তার মাথায়। এবার বাড়ির উপার্জনের শেষ সম্বল টুকুও চলে গেল। এখন কবে কারিম শেখের মৃত্যু দেহ বাড়িতে আসবে, আশায় পরিবারের লোকজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
এক শ্রমিককে হত্যা করা হলো রাজস্থানে, অভিযোগ পরিবারের।

Leave a Reply