ত্রিশ লাখ টাকার বাজেটে নির্মিতব্য এই মহাশ্মশান এলাকায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা।

পতিরাম, দক্ষিণ দিনাজপুর: পতিরামে আধুনিক মহাশ্মশান নির্মাণ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সরেজমিনে হাজির হয়েছেন বালুরঘাটের বিডিও সম্বল ঝাঁ, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, পতিরাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তোতন হালদার। তাঁদের সঙ্গে ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

ত্রিশ লাখ টাকার বাজেটে নির্মিতব্য এই মহাশ্মশান এলাকায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। এখানে শ্মশান বন্ধুদের বসার জন্য নির্ধারিত স্থান, দু’টি দেহ একসাথে দাহ করার সুব্যবস্থা এবং পানীয়জলের সুব্যবস্থা থাকবে। পুরো শ্মশান চত্বরকে নীল-সাদা রঙে সাজানো হবে এবং মনীষীদের ছবি দিয়ে শোভিত করা হবে। সৌন্দর্যায়নের অংশ হিসেবে চত্বরজুড়ে আলোর সুব্যবস্থা এবং একটি বড় প্রবেশদ্বার তৈরি করা হবে।

শ্মশানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে।পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ জানান, মহাশ্মশান উদ্বোধনের পর নদীর ধারে অন্যত্র দেহ দাহ বন্ধ করার জন্য নির্দেশ জারি করা হবে। বিডিও সম্বল ঝাঁ জানান, এই মহাশ্মশানের সৌন্দর্যায়ন এলাকাবাসীর চোখে লাগার মতো হবে। তিনি আরও বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়েই আধুনিক শ্মশান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং আশা করা হচ্ছে নতুন বছরের শুরুতেই এই মহাশ্মশানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই আধুনিক মহাশ্মশান শুধু দাহ কার্য সম্পন্ন করার স্থান নয়, বরং এটি এলাকার উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *