নিজস্ব সংবাদদাতা, মালদা—পুরনো নিয়ম মেনেই দীর্ঘ বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও পুজিত হছে শ্রীশ্রী শনি মহারাজের বাৎসরিক পুজো আরাধনা, মালদার আইহো স্ট্যান্ডে।প্রতিবছরের ন্যায় এ বছর আইহো ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় শনিবার মহা ধুমধামে শনিদেবের পুজোপাঠ অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। এই পূজায় উপস্থিত ছিলেন আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মন্ডল,উপপ্রধান দীপক সাহা, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, বর্তমানে বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা।পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এই পূজোকে ঘিরে শনিবার সন্ধ্যায় জমজমাট হয়ে উঠে আইয়ো বাস স্ট্যান্ড এলাকা।
শনিবার মহা ধুমধামে শনিদেবের পুজোপাঠ অনুষ্ঠিত হয়, পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে।












Leave a Reply