হাতে গোনা মাত্র দুসপ্তাহ বাকি, অথচ এমূহূর্তে ৬০ হাজারের গন্ডি পেরতে পারেনি জেলার গেরুয়া শিবির।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:-  লক্ষ্যমাত্রার অর্ধেকই পেরলো না দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সদস্য গ্রহণ। হাতেগোনা কয়েকদিনের মধ্যে লক্ষ্যমাত্রা পৌঁছানো নিয়ে চিন্তিত জেলা নেতৃত্ব। তবে এজন্য নয়া পদ্ধতিকেই দায়ি করছে জেলার গেরুয়া শিবির।
অনান্য জায়গার মত দক্ষিণ দিনাজপুর জেলার ৬ টি বিধানসভা এলাকাতেও শুরু হয়েছে বিজেপি সদস্যতা অভিযান। দলীয় সূত্রে খবর, মিস কলের মাধ্যমস গতবার এজেলায় বিজেপি ১ লক্ষ ২৮ হাজার সদস্য সংগ্রহ করেছিল। এবার সেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২ লক্ষ। গত ২৭ অক্টোবর থেকে এই কর্মসূচি শুরু হয়। এজেলায় এই অভিযানে নায়ানো হয়েছে অন্তত ২০০ কার্যকর্তাকে। চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে রয়েছে লক্ষ্যমাত্রা পূরণের সময়সীমা। কিন্ত হাতে গোনা মাত্র দুসপ্তাহ বাকি। অথচ এমূহূর্তে ৬০ হাজারের গন্ডি পেরতে পারেনি জেলার গেরুয়া শিবির। যারমধ্যে তুলনামূলক বেশি সদস্য সংগ্রহ করা গিয়েছে গঙ্গারামপুর বিধানসভায়। সেখানে ১২ হাজার সদস্য হয়েছে। আবার সবচেয়ে কম হয়েছে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নির্বাচিত হরিরামপুর বিধানসভায়। সেখানে মাত্র ৬ হাজার সদস্য করতে পেরেছে বিজেপি। নির্ধারিত সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছেনা বলেই ইঙ্গিত মিলেছে জেলা বিজেপির পক্ষ থেকে।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, গতবার মিস কলের মাধ্যমে সদস্য সংগ্রহ করা হচ্ছিল। সেকারণে খুব সহজেই তারা বেশি বেশি সদস্য সংগ্রহ করতে পেরেছিলেন। এবার আবেদনকারীর নাম, বয়স, জেলা, বিধানসভা ইত্যাদি দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হচ্ছে তাদের। এদিকে জেলায় বহু সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেখানে নেটওয়ার্ক বড সমস্যা। আবার সদস্যতা গ্রহণে নামানো বহু কার্যকর্তার স্মার্ট মোবাইল নেই। ফলে সদস্য গ্রহণে তারা পিছিয়ে গিয়েছেন। নিদিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবেনা বলেই তারা একপ্রকার নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *