তপন ব্লকের নয়াবাজার থেকে করদহ মেইনরোডগুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা, উদাসীন প্রশাসন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সংস্কারের অভাবে বেহাল দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের নয়াবাজার থেকে করদহ মেইনরোডগুরুত্বপূর্ণ রাস্তাটি। অথচ এই রাস্তা দিয়ে ভিকাহার ,হাড় দিকি ,করদহ, আমতলী ,আজমাতপুর,শিবতলী,মনোহলি,ভুটপাড়া, জিগাতলী, মাসনাতলা, বাসুতলা এই সমস্ত গ্রামের প্রায় কয়েক হাজার মানুষজনের সাথে যোগাযোগকারী একমাত্র রাস্তায়, যা কিনা গঙ্গারামপুর এর সাথে যোগাযোগ স্থাপন করে থাকে।অথচ দীর্ঘ কয়েকমাস ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের বলে স্থানিওদের অভিযোগ।

দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তাটি চরম বেহাল দশা। এই রাস্তাটির তপন ব্লকের ২ নাম্বার আজমাদপুর গ্রাম পঞ্চায়েত এর মধ্যে দিয়ে নয়াবাজার থেকে ১৭ হাটি বর্ডার পর্যন্ত গেছে ভায়া করদহ এবং নয়াবাজার ,ভূতপাড়া অবদ্ধি।গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর। চলে অংসখ্য ট্রেকার, বাস ও মিনিবাস টোটো অটো ।তাদের আরো অভিযোগ খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হাসমেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। স্থানিও এক গ্রামবাসির অভিযোগ করেছেন দীর্ঘ কয়েক মাস ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের পঞ্চায়েত বা জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের বার বার দরবার করেও কোনও হেলদোল নেই প্রশাসনের।এমনকি জেলার একমাত্র মন্ত্রীর নিকট আবেদন জানিয়েও কোন লাভ হয় নি বলে তিনি অভিযোগ করেন।

যদিও জেলা প্রশাসনের তরফে এই নিয়ে কোন মন্তব্য করা না হলেও জানা গেছে বর্ষা থাকায় অনেক রাস্তার কাজ থমকে আছে।আশাকরা যাচ্ছে বর্তমানে বর্ষা বিদায় নেওয়ায় এবার কাজ শেষ করতে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *