বাংলাদেশের সনাতন মানুষের উপর যে নিপীড়িত অত্যাচার এবং সন্ত্রাস লাগাতার চালিয়ে যাচ্ছে তারি প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নদীয়া জেলার 18 টি ব্লক কমিটি ও 7 টি শহর কমিটি নিয়ে হরিণ ঘাটা ব্লকের নগুড় উখরা বাজারে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভা ।উক্ত সভার আহ্বায়ক ছিলেন হরিণঘাটা ব্লকের সভাপতি হিমাংশু ব্যানার্জি এবং হরিণঘাটা ব্লকের কোষাধক্ষ্য দুলাল চক্রবর্তী এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্মানীয় সম্পাদক সম্মানীয় শ্রী তপন কুমার মিশ্র মহাশয় তৎসহ রাজ্য কমিটির উচ্চতর নেতৃত্ব এবং নদিয়া জেলার সম্পাদক তরুণ চক্রবর্তী ও সভাপতি প্রিয়ব্রত ভট্টাচার্য মহাশয় সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক হাজার ভূদেব মন্ডলী। উক্ত সভায় নদীয়া জেলার দুস্থ পুরোহিতদের ভাতা সহ আবাসন প্রত্যেকটি ব্লকে বলে টোল যাতে স্থাপিত হয় তার আলোচনা হয় এবং এই সভা থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *