বাস্তবায়িত হবার পথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের যৌথ উদ্যোগ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রায়গঞ্জ সার্কেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট হরি ওম শর্মার নেতৃত্বে চার সদস্যের দল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের তিন সদস্য দলের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এবং কুশমন্ডি ব্লক ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো সরেজমিন ঘুরে দেখলেন এবং এইসব এলাকাগুলোর আরকিওলজিকাল গুরুত্ব কতটা রয়েছে তা সরেজমিন তদন্ত করে দেখলেন প্রতিনিধিগণ। ঐতিহাসিক শ্রীমতি নদীর দুইপাশে ইতিহাসের যে সমস্ত নিদর্শনগুলো এখনো টিকে রয়েছে, মূলত সেইসব অবস্থানক্ষেত্রে আজকের এই অভিযান যৌথ উদ্যোগে চালানো হয় । আজকে জগদলা, সুরহর, মাহাতোর, ভেলাগাছি গ্রামের ঐতিহাসিক স্তুপগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুধাবন করেন। ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে সম্পাদক ড. নবকুমার দাস, সহ-সম্পাদক সূরজ দাশ এবং সক্রিয় কর্মী রামকৃষ্ণ মাহাতো এই যৌথ অভিযানে শামিল হয়েছিলেন। বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক হিমাংশু কুমার সরকার বলেন, হরিরামপুর, কুশমন্ডি এবং ইটাহার ব্লকের যে সমস্ত ইতিহাস আশ্রিত জায়গাগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, সেগুলো দ্রুত রক্ষণাবেক্ষণ হওয়া দরকার এবং খননকার্য হওয়া প্রয়োজন। ড নবকুমার দাস বলেন, অধ্যাপক হিমাংশু কুমার সরকার বিগত ৪০ বছর ধরে এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোর রক্ষণাবেক্ষণ সম্পর্কে যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়িত হবার পথে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল এবং ইতিহাস অনুসন্ধান পরিষদের যৌথ উদ্যোগে অনেকটাই এগোতে পারছি আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *