মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী র মানবিক উদ্যগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা–-বিশেষ চাহিদা সম্পন্ন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। ব্যক্তিগত উদ্যোগে ওই যুবকের চলাচলের জন্য প্রদান করলেন একটি হুইল চেয়ার। বৃহস্পতিবার বিধায়কের এহেন মানবিক উদ্যোগের ছবি নজরে এল চাঁচল-২নং ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের কাপসিয়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের বাসীন্দা, পেশায় দীন মজুর সালিমুদ্দিনের একমাত্র ছেলে সামিম আক্তার গত ছয় বছর আগে হঠাৎ করেই অসুস্থতার কারণে চলচ্ছক্তিহীন হয়ে পড়ে। এরপর থেকে বাড়িতেই শয্যাশায়ী, অসহায় অবস্থায় তার দিন কাটছিল। এই খবর জানতে পেরেই বৃহস্পতিবার সকালে সামিমের বাড়ি ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। সঙ্গে ছিলেন স্থানীয়। গ্রাম পঞ্চায়েত প্রধান সুবেজা খাতুন সহ অন্যান্যরা। তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক আব্দুর রহিম বক্সী বছর ১৮র যুবক সামিমের চলাচলার জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন। এবং আগামীতে তাকে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *