সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা ২ এর বাংলা ডাবিং এর “পিলিংস” গানটি গাইলেন।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  পুষ্পা ২’এ বাঁকুড়ার অবদান! কি অবাক হচ্ছেন? তাহলে শুনুন! বাঁকুড়ার কন্যা গেয়েছেন পুষ্পা ২’এর গান। গানের নাম ‘পিলিংস”! পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা, আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি “লাল পাহাড়ির দ্যাশে যা” এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা ২ এর বাংলা ডাবিং এর “পিলিংস” গানটি গাইলেন। শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া, সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রী প্রসাদ।
ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তাঁর বাবার আদর্শে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি। বাঁকুড়ার ভাদু,টুসু,বাউল, লোকগীতি এবং ভোর বেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ!

ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন তিনি। ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি। কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী। এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি।

পুষ্পা ২ এ বাঁকুড়ার মেয়ের কন্ঠ। গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে জায়গা করে নেওয়ার অভিযানকে স্টাডি করেছিলেন। অর্থাৎ সংগীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার। এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা! শুধু এখানেই থেমে থাকা নয়! দক্ষিণের ব্লকবাস্টার, কোটি কোটি টাকার পুস্পা ২ গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *