বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিভিন্ন স্কুলের মোট ২১০ জন ছাত্র-ছাত্রী সোনামুখী বি জে হাই স্কুলে মক টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করে।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:– ছাত্র-ছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। আর সেই পরীক্ষায় বসার আগে ছাত্র-ছাত্রীদের মনে যে ভয় সঞ্চার হয় সেই ভয় কাটাতে এবং পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতির জানান দিতে নিখিল শিক্ষক সমিতি সোনামুখী শাখার উদ্যোগে মক টেস্ট। সম্পূর্ণ বিনা খরচে এই পরীক্ষার ব্যবস্থা করে থাকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।
উদ্যোক্তাদের তরফ থেকে জানা যায়, এদিন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিভিন্ন স্কুলের মোট ২১০ জন ছাত্র-ছাত্রী সোনামুখী বি জে হাই স্কুলে মক টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ সম্পর্কে ছাত্র-ছাত্রীদের প্রতিক্রিয়া – মাধ্যমিক পরীক্ষায় বসার আগে মক টেস্ট তাদের একদিকে যেমন পরীক্ষার প্রস্তুতি নিতে সাহায্য করবে তেমনি নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে ভয় কাজ করে অধিকাংশ ছাত্র-ছাত্রীর মনে সেটাও অনেকটা দূর হবে।
এমনি তেই মাধ্যমিক পরীক্ষা আর খুব বেশি দেরি নেই তার আগে এই ধরনের পরীক্ষা নিঃসন্দেহে ছাত্র-ছাত্রীদের উন্নতিতে সাহায্য করবে বলেই মনে করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা সহ শিক্ষক মহল।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি প্রতিবছর এই ধরনের পরীক্ষার ব্যবস্থা করে থাকে ছাত্র-ছাত্রীদের আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে যা, নিঃসন্দেহে একটি ভালো এবং উল্লেখযোগ্য পদক্ষেপ।
সংগঠনের তরফ থেকে এটা ও মনে করা হয়। আজকের কচিকাঁচারায় আগামী দিনের কান্ডারী এদের মধ্যেই লুকিয়ে আছে শিক্ষক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সমাজ সেবক- সেবিকা এবং সৈনিক, অতএব তাদের সামনের দিকে এগিয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব তাদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *