বালুরঘাট থানা মোড়ে পথসভা করতে বাধা আরএসপিকে।

0
46

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৭ ডিসেম্বর:- থানা মোড়ে পথসভা করতে বাধা আরএসপিকে। সভা শুরু করতেই পুলিশ এসে তা বন্ধ করতে বলেন। যা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আরএসপি নেতৃত্বরা। কেন সভা করতে দেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তোলেন আরএসপির জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস। যদিও এনিয়ে কোন মন্তব্য করতে চায়নি পুলিশ প্রশাসন। পরে শুধু মিছিল করে এর প্রতিবাদ জানান আরএসপি নেতৃত্ব। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা চাঞ্চল্য ছাড়ায় বালুরঘাট থানা মোড়ে। এবিষয়ে আরএসপির জেলা সম্পাদিকা সুচেতা বিশ্বাস বলেন, আজ বিকেলে পথ সভা হওয়ার কথা ছিল বালুরঘাট থানা মোড়ে। যথা সময়ে আমরা গেলেও সভা করতে দেওয়া হয়নি৷ ডিএম অফিসে কোন মিটিং চলছে। তাই মাইক বাজানো ও সভা করা যাবে না বলে পুলিশ জানায়৷ আমরা বহুক্ষণ অপেক্ষা করছিলাম। অবশেষে ঘন্টা দুয়েক পর পথসভা না করে শুধু মিছিল করেছি। সেই ক্ষেত্রেও কোন মাইক ব্যবহার করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here