দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার বালুরঘাট পৌরসভার ২ নং ওয়ার্ডে এক বিশুদ্ধ পানীয় জলের মেশিন উদ্বোধন ও সিসি রোড সহ নিকাশি ব্যবস্থা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।
প্রকল্পগুলির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার অন্যন্য আধিকারিকেরা। ৪ লক্ষ টাকা ব্যয়ে এই উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। বিশুদ্ধ পানীয় জলের মেশিন চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, সিসি রোড এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে এলাকার পরিবেশ আরও উন্নত হবে। এদিনের অনুষ্ঠান ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। পৌরসভা চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন, “জনসাধারণের উন্নয়নমূলক কাজ সর্বদাই আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। আগামী দিনে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা থাকবে।”
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট খবরে খবর।