মঙ্গলবার বিকেল নবান্ন সভাঘরে প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

0
123

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলেই বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের টাকা প্রদানের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল নবান্ন সভাঘরে প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অনুদান দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র ৬০ শতাংশ ও রাজ্য ৪০ শতাংশ অর্থ দিয়ে থাকে। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বরাদ্দ বন্ধ রয়েছে। তাই বাংলা আবাস যোজনা প্রকল্পে সম্পূর্ণ টাকা রাজ্য দেবে বলে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো রাজ্য পুরো টাকা দেওয়ায় প্রকল্পের নাম বাংলার বাড়ি রাখা হয়েছে। উপভোক্তার সংখ্যা বিপুল হওয়ায় ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাই কেউ যাতে ধৈর্য না হারান তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। ৩০ ডিসেম্বরের মধ্যে জেলায় প্রায় ৫৫ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে টাকা। নতুন সমীক্ষা অনুযায়ী তৈরি চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে, তারাই বাড়ি তৈরির টাকা পাবেন।
দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের যারা গৃহহীন, কিংবা কাঁচা মাটির বাড়িতে বসবাস করেন, তাদের পাকা বাড়ি তৈরির জন্য বাংলা আবাস যোজনার মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। জেলায় বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সহ একাধিক বিধায়ক ও আধিকারিকেরা।
জেলায় এখনো পর্যন্ত ৫৫১৭০ জনকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এবং আজকে টাকা সাবলেট হয়েছে ৫৫১৫৪ জনের। প্রথম দফায় ৬০ হাজার টাকা প্রত্যেক ব্লক থেকে তাদের উপভোক্তার একাউন্টে পাঠানো হবে। প্রত্যেক উপভোক্তা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন ৩ দফায় এই টাকা দেয়া হবে। এমনটাই জানান অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here