মিৎসুবিশি কারখানার স্থায়ী এমপ্লয়িরা বেতন পরিকাঠামো না বাড়ানোর জন্য কারখানার গেট ঘিরে বিক্ষোভ দেখায় ।

0
184

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কারখানার শ্রমিকদের বেতন না বৃদ্ধি হওয়ায়,লাগাতার শ্রমিক অসন্তোষ কারখানা গেটের সামনে ।গতকাল সন্ধ্যে থেকে মৎসুবিশিতে শ্রমিকরা সারা রাত ধরে বিক্ষোভ চলছে । মিৎসুবিশি কারখানার স্থায়ী এমপ্লয়িরা বেতন পরিকাঠামো না বাড়ানোর জন্য কারখানার গেট ঘিরে বিক্ষোভ দেখায় ।গতকাল থেকে চলছে লাগাতার বিক্ষোভ । আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কারখানার গেটের ভেতরে এডমিনিসটেটিভ বিল্ডিং এর সামনে স্থায়ী শ্রমিকরা ধরনায়। শ্রমিকরা লাগাতার ধরনায় ।কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখালেও ,তারা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে মুখ খুলতে নারাজ ।শ্রমিকরা জানায় তারা টার্গেট হয়ে যাবে কারখানার ম্যানেজমেন্টের সামনে ।
শ্রমিকদের বেতন পরিকাঠামো নিয়ে নানা অভিযোগ তুলে মিৎসুবিশি কারখানার স্থায়ী শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here