রেডিও ক্লাবের প্রতিনিধিরা অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে কীভাবে বিপর্যয়ের মুহূর্তে যোগাযোগ করে মানুষকে উদ্ধার করা সম্ভব-তা দেখালেন।

0
122

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিপর্যয় মোকাবিলায় হ্যাম রেডিও’র ভূমিকা নিয়ে সোমবার তমলুকে জেলাশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস সহ অন্যরা উপস্থিত ছিলেন। রেডিও ক্লাবের প্রতিনিধিরা অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে কীভাবে বিপর্যয়ের মুহূর্তে যোগাযোগ করে মানুষকে উদ্ধার করা সম্ভব-তা দেখান। কর্মশালায় সমস্ত মহকুমা ও ব্লকের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের জেলা কন্ট্রোল রুমের সমস্ত সদস্যও এতে অংশ নেন। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এর আগে নানা সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্গম এলাকায় অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করেছে। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দুর্গত এলাকার মানুষের যোগাযোগে এই কৌশল খুবই কার্যকরী। নেপালে ভূমিকম্প, অন্ধ্রপ্রদেশে হুদহুদ, এরাজ্যে উম-পুন, যশ ঘূর্ণিঝড়ে হ্যাম রেডিও টিম উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই উপকূলবর্তী জেলায় প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় লেগে থাকে। তাই এখানে হ্যাম রেডিও’র মাধ্যমে উদ্ধারকাজ চালানোর বিষয়ে কর্মশালা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here