২০ জন অঙ্কন শিল্পীকে নিয়ে জলরঙের কর্মশালার আয়োজন করলো বাঁকুড়া আঁটচালা।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- শুশুনিয়া পাহাড় প্রকৃতিপ্রেমীদের কাছে যেন ভূস্বর্গ। সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশের টানে সারা বছর দূর দূরান্তের মানুষ ভিড় জমান এই পাহাড়ের কোলে। সবুজ প্রকৃতির মাঝে দু’ দিনের বিশেষ কর্মশালার জন্য শুশুনিয়া পাহাড়কে বেছে নিল বাঁকুড়ার ছবি আঁকার সংগঠন আঁটচালা। ২০ জন অঙ্কন শিল্পী কে নিয়ে হয় জলরঙের এই কর্মশালা। শুশুনিয়া পাহাড় সংলগ্ন এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রকৃতির ছবি আঁকে শিল্পীরা। কর্মশালার প্রথম দিন স্টিল লাইফ এবং দ্বিতীয় দিন আউটডোর স্টাডির উপর ছবি আঁকে শিল্পীরা। এই কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশিষ্ট অঙ্কন শিক্ষক ও ধৌলী আট কলেজের গেষ্ট লেকাচারার সারফুদ্দিন আহমেদ এবং তাসমিনা আহমেদ। বাঁকুড়া আঁটচালার সম্পাদক সরিৎ সাগর মহান্তি বলেন, বাঁকুড়া শিল্প প্রসিদ্ধ জায়গা, রামকিঙ্কর বেইজ, যামিনী রায়ের মতো স্বনামধন্য চিত্রশিল্পীদের পীঠস্থান, উনাদের পরবর্তী প্রজন্ম যাতে পড়াশোনার পাশাপাশি এই ছবি আঁকার পথটা বেছে নিতে পারে, সেটাকে মাথায় রেখেই আমাদের এই কর্মশালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *