অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি এক নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ, সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এলাকায় অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি এক নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পাশাপাশি আশ্রয়দাতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত বাংলাদেশি নাগরিকের নাম রবিউল ইসলাম। তার বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার দণ্ডপানি এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রায় এক বছর আগে সীমান্ত পেরিয়ে সে দক্ষিণ দিনাজপুরে প্রবেশ করে। কুমারগঞ্জের জাকিরপুর এলাকার বাসিন্দা খাইরুল মণ্ডলের (৪২) বাড়িতে আশ্রয় নেয় রবিউল। জানা গেছে, দুজনেই মিলে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত।

অভিযানের সময় রবিউলের কাছে পাওয়া যায় জাল আধার কার্ড। কোথা থেকে এবং কীভাবে এই নথি তৈরি করা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিন দুজনকেই বালুরঘাট আদালতে তোলা হলে, বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীরা জানতে চান, অনুপ্রবেশে কারা তাকে সাহায্য করেছিল এবং কারা এই জাল নথি তৈরি করে দিয়েছিল। আরও খতিয়ে দেখা হচ্ছে, রাজ্যের ভেতরে এভাবে আর কারা আশ্রয় নিয়েছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় উত্তপ্ত পরিস্থিতির কারণে প্রশাসন বেশ সতর্ক রয়েছে। অনুপ্রবেশ রুখতে বাড়ানো হয়েছে নজরদারি। তবুও, জাল নথি তৈরি করে বাংলায় অবৈধভাবে থাকার ঘটনা প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।
এ বিষয়ে এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর জয়ন্ত কুমার মজুমদার বলেন, ‘একজন বাংলাদেশীকে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাংলাদেশীকেও জাল আধার কার্ড সহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই দুইজনকে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে তাদের আরো জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল কিন্তু মাননীয় বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে বলে কোর্টে জানিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *