বালুরঘাট রবিনন্দনের উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন, বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  রজত জয়ন্তী বর্ষে বালুরঘাট রবিনন্দনের উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। স্থানীয় রবীন্দ্রভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার, যিনি রাজ্য বিজেপির সভাপতি হিসেবেও দায়িত্বে আছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় একাধিক সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতি স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, যিনি তাঁর গানের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়াও, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় সমগ্র সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে। ডঃ সুকান্ত মজুমদার তাঁর বক্তব্যে বালুরঘাটের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানান এবং এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো, যা বালুরঘাটের সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতাকে প্রমাণ করে।
বালুরঘাট রবিনন্দনের এই আয়োজন শহরের সংস্কৃতিপ্রেমীদের কাছে এক স্মরণীয় সন্ধ্যা হিসেবে থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *