নিজস্ব সংবাদদাতা, হবিবপুর— হবিবপুর থানার পুলিশের হাতে সন্দেহে এক যুবকে আটক। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় হবিবপুর থানার জাজইল এলাকায় সন্দেহ ভজন এক যুবকে,ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ মনে হয়। তৎক্ষণাৎ ওই যুবককে আটক করে, হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যদিও এলাকাবাসীরা অনুমান ওই যুবক বাংলাদেশি মনে করছেন। হবিবপুর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের কাছে একটি মোবাইল ফোন ও একটি বাংলাদেশের সিম ও একটি ইন্ডিয়ান সিম পাওয়া গিয়েছে,যদিও ওই যুবকের নাম ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে হবিবপুর থানার পক্ষ থেকে কোন কিছু জানা যায়নি আজ ওই ব্যক্তিকে হবিবপুর থানার আটক করা হয়েছে আজ জেলা আদালতে পেশ করা হবে। হবিবপুর থানা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।