ডালপুরি বিক্রেতা নিতাই সাহার স্বপ্ন ছেলেকে বড় করে চিকিৎসক করার।

0
115

নিজস্ব সংবাদদাতা, মালদা:- প্রতিদিন সকাল থেকে দোকানের চারপাশে ক্রেতাদের উপচেপড়া ভিড় শুরু হয়। কেউ বলেন, ‘আমাকে ৭ টা পুরি দাও’, কেউ বলেন, ‘আমাকে ১০ টা পুরি পার্সেল করে দাও’। ‘দিচ্ছি ‘দিচ্ছি’ বলতে বলতে ক্রেতাদের সামনে দুই হাত আর মুখ চলে ৩৫ বছর বয়সি নিতাই সাহার । ডালপুরি বিক্রি করেই চলে তার সাত জন সদস্যের সংসার। তবে বৃহস্পতিবারের সকালটা একটু অন্যভাবে শুরু করেছিল নিতাই। আজ তার দুই বছরের ছেলে শিবমের জন্মদিন। ডালপুরি বিক্রেতা নিতাই সাহার স্বপ্ন ছেলেকে বড় করে চিকিৎসক করার। ওই জন্য আজ ছেলের জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনা পয়সায় ডালপুর বিক্রি করে মানুষের আশীর্বাদ কুড়ালেন তিনি। আজ ছেলের জন্মদিন উপলক্ষে স্পেশাল মেনু ছিল দুই রকমের ডাল দিয়ে তৈরি তরকারি সঙ্গে লুচি এবং মিষ্টিমুখের জন্য পায়েস। মালদহ শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার ডালপুরি দোকান। ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে মহিলা কলেজ এবং মালদা গার্লসের পড়ুয়ারা যাতায়াত করে। ফলে স্বভাবতই পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায় তার দোকানে। ডালপুরি বিক্রেতার ছেলের জন্মদিনে বহু পড়ুয়া আজ তার দোকানে ভীড় জমিয়েছিল। বিনা পয়সায় তারা খেয়েছেন বটে কিন্তু উপহার হিসাবেও অনেকে চকলেট তুলে দিয়েছেন এই ডালপুরি বিক্রেতার হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here