দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুরসভায় হাজিরার ক্ষেত্রে বায়োমেট্রিক প্রথা চালু হওয়ার পর হরিজনদের হাজিরা নিয়ে টানপোড়নের জেরে বেতন বন্ধের প্রতিবাদে আগামীকাল থেকে বালুরঘাট পুরসভায় অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিল সাফাই কর্মীরা। যার ফলে আগামীকাল থেকে বালুরঘাট শহরে সাফাই পরিষেবা ব্যাহত হবে বলেই আশংকা প্রকাশ করেছে শহরবাসি।
আজ বালুরঘাট পুরসভায় পুর সাফাই বিভাগের হরিজন সমাজের নেতৃত্বে পুরসভায় এসে তাদের নভেম্বর মাসের বেতন এখনও কেন পায় নি, তা জানতে এলে অভিযোগ তাদের দেখে নেওয়ার কথা হুমকি দেওয়া হয়।পাশাপাশি তাদের আরও অভিযোগ তারা নভেম্বর মাসে যথারীতি কাজে যোগ দিলেও পুরসভার নিজেদের গাফিলতির জন্য তাদের হাজিরা নিয়ে ভুল তথ্য তুলে ধরা হয়েছে।এর দায় সম্পুর্ন ভাবেই পুরসভার বলে তাদের দাবি।এরপরেই তারা নভেম্বর মাসের বেতন না পাওয়ার জন্য আগামী কাল থেকে শহর জুড়ে সাফাইয়ে ধর্মঘটের ডাক দেন।
যদিও পুরসভার চেয়ারম্যানের দাবি নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক প্রথাতে পুরসভায় কর্মী হাজিরা দেওয়ার কাজ শুরু হবে, তা আগাম সব বিভাগকে জানানো হয়েছিল।কিন্তু আজ যারা এসেছিল তারা আমার সাথে দেখা করে কিছু অভিযোগ জানিয়েছে, আমি তাদের লিখিত ভাবে তা জানাতে বলেছি। সেই আবেদন পুরসভা খতিয়ে দেখে তাদের যদি নায্য পাওনা হয় তবে বেতনের ব্যাপারটা সামনের মাসের বেতনের সাথে মিটিয়ে দেওয়ার কথা তাদের জানিয়ে দিয়েছি। সাফাই ধর্মঘট নিয়ে তার কিছু জানা নেই বলে জানান তিনি।
Leave a Reply