আবদুল হাই, বাঁকুড়াঃ – অভিনব এক প্রতিযোগিতায় সম্মুখীন ইন্দাস থানা এবং ইন্দাস গ্রাম রক্ষা বাহিনীর মধ্যে, উল্লেখ্য এই দুই দলের মধ্যে ১৫ ওভারের ক্রিকেটে সম্মুখীন হয় ইন্দাস স্কুল হাই স্কুল মাঠে।
ইন্দাস থানার অধিনায়ক ওসি সোমনাথ পাল এবং ইন্দাস গ্রাম রক্ষা বাহিনীর অধিনায়ক বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ।
দুই দলের এই ক্রিকেট ম্যাচ দেখতে আগ্রহী ইন্দাসবাসীর ভিড় ইন্দাস হাই স্কুল মাঠে।
জমজমাট এই ক্রিকেট ম্যাচে আট উইকেটে জয় তুলে নেয় ইন্দাস থানা।
যদিও সামান্য একটা ক্রিকেট ম্যাচ কিন্তু এই ক্রিকেট ম্যাচের মধ্যেই সমাজের কাছে বার্তা পুলিশ বাহিনীর, যে-তারা যেমন আছে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে তেমনি আছে খেলাধুলা এবং অন্যান্য জগতেও।
অভিনব এক প্রতিযোগিতায় সম্মুখীন ইন্দাস থানা এবং ইন্দাস গ্রাম রক্ষা বাহিনীর মধ্যে।

Leave a Reply