নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রাম পঞ্চায়েতের তাসাটি চা বাগানের নীলকুঠি থেকে বড়ো লাইন পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার কাজের শুভ সূচনা হল। জানা গিয়েছে, প্রায় ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ওই রাস্তার কাজের জন্য। এদিন উপস্থিত ছিলেন, দলগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জাগৃতি খালকো টোপ্পো, তাসাটি চা বাগানের ম্যানেজার মনিষ পাল সিং, স্থানীয় পঞ্চায়েত সদস্যা অনিতা কেরকেট্টা, ললিতা ভূমিজ,বিশিষ্ট সমাজসেবী আনন্দ খাড়িয়া , সৌমেন রায়, জেরম বাড়া,সোনেলাল টোপ্পো প্রমুখ।
তাসাটি চা বাগানের নীলকুঠি থেকে বড়ো লাইন পর্যন্ত প্রায় ৯০০ মিটার রাস্তার কাজের শুভ সূচনা হল।

Leave a Reply