নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর;-বালুরঘাট পৌরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের বেতন চেয়ে বিক্ষোভ পৌরসভার সামনে। এদিন থেকে অনির্দিষ্টকালের সাফাই কাজ বন্ধ করেছে সাফাই কর্মীরা। বেতনের দাবিতে পৌরসভায় বিক্ষোভের পাশাপাশি, সাফাই কাজ বন্ধ করায়, সাফাই কর্মীদের পরিষেবার অভাবে ভুগতে হবে বালুরঘাটবাসীকে।
নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়ার কাজ শুরু হয়েছে। এবং এই হাজিরা নেওয়ার পদ্ধতি শুরু হতেই প্রায় ৮০ জন সাফাই কর্মীর হদিস পায়নি পৌরসভা। অন্য দিকে কিছু কর্মীর বক্তব্য তারা পুরো মাস কাজ করলেও বেতন পেয়েছেন অর্ধেকদিনের। কেউ কেউ পুরো মাসের বেতন পাননি বলে অভিযোগ। অস্থায়ী সাফাই কর্মীদের দাবি অন্ততপক্ষে ২০০ জন এমন কর্মী রয়েছে যারা বেতন পাননি। হিসাব অনুযায়ী নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল। ডিসেম্বর মাস শেষ হতে যাচ্ছে সেই বেতনও পাননি। বারবার দাবি জানিয়েও লাভ হয়নি। তাই আজ থেকে পৌরসভার সামনে বিক্ষোভের পাশাপাশি এই অস্থায়ী সাফাই কর্মীরা সাফাই কাজ বন্ধ করে দিয়েছে।
বেতনের দাবিতে পৌরসভায় বিক্ষোভের পাশাপাশি, সাফাই কাজ বন্ধ করায়, সাফাই কর্মীদের পরিষেবার অভাবে ভুগতে হবে বালুরঘাটবাসীকে।

Leave a Reply