গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা, ৩০ ডিসেম্বর :- শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে ৪টি চক্রের প্রাথমিক শিক্ষকদের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো গঙ্গারামপুরে । আজ সোমবার গঙ্গারামপুর স্টেডিয়ামে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে গঙ্গারামপুর সদর চক্র, গঙ্গারামপুর পশ্চিম চক্র, গঙ্গারামপুর উত্তর চক্র ও তপন পশ্চিম চক্রের প্রাথমিক শিক্ষকরা ।
এই চার দলীয় প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো তপন পশ্চিম চক্র । ফাইনালে তারা গঙ্গারামপুর পশ্চিম চক্রকে ১০ উইকেটে পরাজিত করে । ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তপন পশ্চিম চক্রের অধিনায়ক কৌশিক দেবনাথ । ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন তপন পশ্চিম চক্রের পূর্ণ চন্দ্র বর্মন । এই টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর সদর চক্রের এসআই এনামুল শেখ, গঙ্গারামপুর পশ্চিম চক্রের ভারপ্রাপ্ত এসআই তথা তপন পশ্চিম চক্রের এসআই মদন বর্মন প্রমুখ ।
এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে চারটি চক্রের শিক্ষক শিক্ষিকাদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । প্রতিযোগিতা শেষে জয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় রানার্স ট্রফি । এছাড়াও প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ এবং ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হয় । ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের প্রত্যেক খেলোয়াড়কে পদক দিয়ে সম্মানিত করেন এনামুল শেখ এবং মদন বর্মন।
গঙ্গারামপুর সদর চক্রের এসআই এনামুল শেখ বলেন
Leave a Reply