সন্তানহীন অসহায় দম্পতিকে বাড়ি তৈরি করে দেওয়া হল।

নিজস্ব সংবাদদাতা, বুনিয়াদপুর:- নতুন বছরের শুরুতেই রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের ইচ্ছায় এবং তৃণমূল জেলা সভাপতি প্রচেষ্টায় বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সন্তানহীন অসহায় দম্পতিকে বাড়ি তৈরি করে দেওয়া হল।

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত অধিনস্ত কৃষ্ণপুর সংসদের ৭০ বছরের সন্তানহীন বৃদ্ধ সুফল সরেন তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে পরের জায়গায় জরাজীর্ণ অবস্থায় বসবাস করতেন। বয়স অনেকটা হওয়ায় রাজ্য সরকারের বাংলার আবাস যোজনায় নাম অধিভুক্ত করতে পারেননি। ফলে এই শীতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছিলেন সুফল সরেন। এই সংসদের তৃণমূলের নেতা আস মোহাম্মদের নজরে বিষয়টি আসে। তিনি এই বিষয়টি জানান বংশীহারী তৃণমূল ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদারকে। হতদরিদ্র দম্পতির এই অবস্থার কথা শোনার পর বিচলিত হয়ে পড়েন পার্থ বাবু। তিনি সম্পূর্ণ বিষয়টি তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কে জানান।

পরবর্তীতে মন্ত্রী বিপ্লব মিত্রের ইচ্ছায় জেলা তৃণমূল এবং বংশীহারে ব্লক তৃণমূলের প্রতিটি নেতৃত্ব নিজের ব্যক্তিগত উদ্যোগে আনুমানিক ৭০ হাজার টাকা দিয়ে সুফল সরণের নতুন বাড়ি তৈরি করা কাজ শুরু করে। নতুন বছরের প্রথম দিনে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল নিজে দাঁড়িয়ে থেকে এই মহৎ কাজের দেখভাল করেন।

অসহায় বৃদ্ধ সুফল সরেনের চোখের কোনে তখন আনন্দের অশ্রুধারা। আমাদের প্রশ্নের উত্তরে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে সুফল সরেন বলেন,

এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান,’

জেলা সভাপতি এবং ব্লক সভাপতির পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ কাজে উপস্থিত ছিলেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, জেলা পরিষদ সদস্য সহ ব্লক এবং অঞ্চল তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *