নিজস্ব সংবাদদাতা, মালদা :–মালদহের তৃনমুল নেতা,দুলাল সরকার (বাবলা) খুনের ঘটনায় এবার দুই জনের ছবি প্রকাশ করলো মালদা জেলা পুলিশ।ছবি পোস্ট করে এই অভিযুক্ত দের সম্পর্কে পুলিশকে কোন খোঁজ খবর দিতে পারলে ২ লক্ষ টাকা করে পুরস্কার,ঘোষণা পুলিশের এমনিই পোস্টার।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মালদহে তৃণমূল নেতা খুনে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনায় অভিযুক্ত আরও দুই জনকে খুঁজছে মালদহ জেলা পুলিশ। তাঁদের ধরতে ইনাম ঘোষণা করল প্রশাসন। মাথার দাম দেওয়া হয়েছে ২ লক্ষ টাকা করে। যে বা যাঁরা অভিযুক্তদের খোঁজ দিতে পারবেন তাঁকে এই পুরস্কার দেওয়া হবে বলে জানা গিয়েছে । পলাতক দুই অভিযুক্তের নাম বাবলু যাদব। বয়স ৩১ বছর। তিনি মালদহের মহানন্দা কলোনির বাসিন্দা। অপরজন কৃষ্ণ রজক ওরফে রোহন। বয়স ৩০ বছর। তিনি মালদহ রেলওয়ে বারাক কলোনির বাসিন্দা। তাঁদের ছবি-সহ পরিচয়পত্র প্রকাশ করে পুলিশ জানিয়েছে এই দুই ব্যক্তির খোঁজ দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
অভিযুক্ত দের সম্পর্কে পুলিশকে কোন খোঁজ খবর দিতে পারলে ২ লক্ষ টাকা করে পুরস্কার,ঘোষণা পুলিশের এমনিই পোস্টার।












Leave a Reply