পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- এই কনকনে হার কাঁপানো ঠান্ডায় এলাকার দুস্থ পরিবারের স্বার্থে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার ব্রাহ্মণ ট্রাস্টের ময়দানে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, জানা গিয়েছে দুস্থ ব্রাহ্মণের পাশাপাশি এলাকার দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শীতবস্ত্র, এই দিন শতাধিকেরও বেশি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, যেখানে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ট্রাস্টের কর্মী সমর্থকরা। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে ট্রাস্টের তরফে জানানো হয়েছে।
এই কনকনে হার কাঁপানো ঠান্ডায় এলাকার দুস্থ পরিবারের স্বার্থে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট।

Leave a Reply