নিজস্ব সংবাদদাতা, মালদা :- আমি পুরোপুরি ভাবে স্যাটিসফাইড নয় । আমি শেষটা দেখতে চাইছি এর মধ্যে আর কারা কারা আছে। কারণ যারা সামনে এসেছে তারা আছে শুধু নাকি এর পিছনে আরো কারা রয়েছে । কারণ ঘটনার যে নিশংসতা সেটা প্রত্যেকটা মানুষ কে এবং আমাকেও আমি রাজনীতি কলামে সাথে সাথে আমি একজন এডভোকেট আমি এটা বুঝতে পারছি ভালো করে , যে এটাতে আরো মানুষ যুক্ত আছে। ধামা চাপা দেওয়া চেষ্টা হচ্ছে কিনা সেটা বলতে পারবো না। তবে আমি দল এবং প্রশাসনের উপর বিশ্বাস রয়েছে তারা সঠিক মানুষদেরকে বার করবে, আমি অপেক্ষায় আছি। দেখা যাক আর কোথায় গিয়ে কি পৌঁছাচ্ছে আমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। আমাদের এর মধ্যে স্মরণসভা রয়েছে আমার বাড়িতেও রাজ্য সভাপতি আসবে আমি তারপর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। আমার যা অভিযোগ আমাকে পুলিশ জিজ্ঞাসা করলে আমি বলব। আমার দলের নেত্রীকে আমি বলবো আমি ক্যামেরার সামনে বলবো না। মন্তব্য বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের।
ধামা চাপা দেওয়া চেষ্টা হচ্ছে কিনা সেটা বলতে পারবো না তবে আমি দল এবং প্রশাসনের উপর বিশ্বাস রয়েছে, মন্তব্য বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের।

Leave a Reply