নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বছরের শুরুতেই কাজহারা চা শ্রমিক। উত্তরবঙ্গের আরও এক চা বাগানে ঝুলল তালা। বুধবার রাতে আলিপুরদুয়ারের একটি চা বাগানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। খোঁজ নেই মালিকের। বৃহস্পতিবার সকাল থেকে দিশেহারা বহু শ্রমিক পরিবার।কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের ম্যানেজমেন্ট গতকাল রাতে বাগান বন্ধ করার নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যায়। সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন ফ্যাক্টরির দরজা বন্ধ। বাগান সাসপেনশনের নোটিস ঝুলছে। যা দেখে মাথায় হাত পড়ে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের।
বুধবার রাতে আলিপুরদুয়ারের একটি চা বাগানে তালা ঝুলিয়ে দেওয়া হয়, খোঁজ নেই মালিকের, দিশেহারা বহু শ্রমিক পরিবার।

Leave a Reply