পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব মেদনীপুর জেলা কমিটির উদ্যোগে পালন করা হলো ১০৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার তমলুকে ধারিন্দা এলাকায় অ্যাসোসিয়নের হল ঘরে আয়োজন করা হয় রক্তদান শিবির, বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা সহ দুস্থ মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য ও জেলার নেতৃত্ব সহ সদস্যরা। বিগত বছরগুলিতে বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এই বছর সম্পূর্ণ সামাজিক সেবামূলক কাজকর্মের মাধ্যমে দিনটি পালন করা হয়। ১০৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ১০৫ জন রক্তদাতার লক্ষ্যমাত্রা থাকলেও তার থেকে অনেক বেশি সংখ্যায় রক্তদাতারা রক্তদান করতে উপস্থিত হয়।
বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সহযোগিতায় গঙ্গাসাগর মেলায় সারা ভারতবর্ষে যে সমস্ত পুণ্যার্থীরা আসেন সেই সকল পুণ্যার্থীদের সমস্ত স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ সহ সমস্ত কিছু পাঁচ দিন ধরে ক্যাম্পের মাধ্যমে দেওয়া হবে এমনটাই জানান রাজ্য কমিটির সদস্য সুবোধ কুমার ঘোষ।
Leave a Reply