বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- ভয়াবহ এক পথ দুর্ঘটনায় অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হল মানুষ তৈরি করার এক কারিগর প্রধান শিক্ষিকাকে । মৃত্যুকালীন তিনি রেখে গেলেন তার কোলে থাকা দুবছরের পুত্র সন্তানকে।
নাবালক অবস্থায় হয়ে গেল মাতৃহারা। মাতৃস্নেহ কাকে বলে সেটা বোঝার ও জানার আগে হতভাগ্য সন্তান হয়ে গেল একা।
হৃদয় বিদীর্ণ করা এই ঘটনায় শোকাহত এলাকার অগণিত মানুষ এবং মৃতার পরিবার পরিজন।
মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো এলাকাবাসী। ঘটনাটি ঘটে গত বুধবার সাতসকালেই।
জানা যায় একটি মারুতি স্কুল ভ্যানের সঙ্গে জাইলো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে, এই ঘটনায় জাইলো গাড়ির সামনের সিটে বসে থাকা স্বামী নিগমানন্দ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মর্মান্তিক ভাবে মৃত্যু ঘটে।
এই একই ঘটনায় স্কুল ভ্যানে থাকা ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঁচ জন এবং দুই গাড়িচালক সহ জাইলো গাড়ির অপর দুই যাত্রী গুরুতর আহত হয়।
পরবর্তীতে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় যদিও প্রাথমিক চিকিৎসার পরে তিন ছাত্র-ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
সাত সকালেই এই ভয়াবহ পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল চড়ায়।
স্বামী নিগমানন্দ বিদ্যালয় প্রধান শিক্ষিকার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন , আত্মীয়-স্বজন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। তারা কিছুতেই মেনে নিতে পারছে না তাদের প্রধান শিক্ষিকা আর ইহজগতে নেই। ছাত্র-ছাত্রীরা চোখের জলে স্মরণ তাদের প্রধান শিক্ষিকাকে
Leave a Reply